ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রোজ বৃহস্পতিবার (০৪ জুলাই) বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার এলাকার কয়েকটি গ্রামে পানিবন্দী হতদরিদ্র দুঃস্থ দুই-শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন ,পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন,অধিনায়ক ৬-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং জোন উপ অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক,পিএসসি বাঘাইহাট জোন।
এছাড়া আরও উপস্থিত ছিলেনঃসাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার জনাব দয়াধন চাকমা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুমিতা রানী চাকমা, ও ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিতিকা চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও উপকারভোগী পানিবন্দী দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেনঃ দূর্যোগ মোকাবিলায় দুস্থ, গরীব অসহায় ও দিনমজুর মানুষের পাশে থাকতে পেরে বাঘাইহাট জোন গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে।
আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য সকলে একত্রে কাজ করতে হবে।
অত্র এলাকার সকলের সুস্থতা ও শান্তিপূর্ণভাবে বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে তাই যারা পাহাড়ের উচুতে বসবাস করেন আপনার সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন যাতে পাহাড় ধ্বসে কোনো প্রানহানি না ঘটে বলে সকলকে সতর্ক করেন।