ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এর প্রকল্পের ৫ম পর্যায়ে দ্বিতীয় ধাপে কাপ্তাই উপজেলায় আরোও ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। এসব ঘর গুলো পাহাড়ি মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
এর আগে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ১৮ হাজার জন গৃহ ও ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আগত আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই পর্যন্ত কাপ্তাই উপজেলাধীন ৩ টি ইউপি এলাকাধীন রাইখালী মৌজায় ১০ টি, নারানগিরি মৌজায় ১২ টি চিৎমরম মৌজায় ১৪ টি ও পেকুয়া মৌজায় ৪ টি সহ সর্বমোট ৪০ টি মাচাং ঘর ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।