আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক অংসালা মারমা আটকের প্রতিবাদে চট্রগ্রাম-খাগড়াছড়ি সড়কের জামতলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আটক নেতার নিঃশর্তে মুক্তি দাবী করেন নেতাকর্মীরা। ২৫ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তব্য রাখেন, পিসিপি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা, নারী আত্মরক্ষা কমিটির আহবায়ক মিলি মারমা ও উপজেলা কমিটির অর্থসম্পাদক আটুসে মারমা।।বক্তারা বলেন, গত ২৪ মে পিসিপির সাধারণ সম্পাদক অংসালা মারমা সাংগঠনিক কাজে বের হয়।
এ সময় পিসিপির সাধারণ সম্পাদক অংসালা মারমা ও মোটরসাইকেল চালক মংসাপ্রু মারমা সেনাবাহিনীর হাতে আটক হয়। পরে তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়।
তাদেরকে নিঃর্শত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা। এদিকে আটক ইউপিডিএফ কর্মী অংসালা মারমা ও মংসাপ্রু মারমাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।