আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এলাকার সুবিধাবঞ্চিত দুইশত ৩২ পরিবারের মাঝে চাহিদা অনুযায়ী ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন, প্রান্তিক কৃষকদের মাঝে ইউরিয়া সার, কীটনাশক স্প্রেে মেশিন, ফলজ গাছের চারা, বিশুদ্ধ পানি খাওয়ার
ফিল্টার, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, যাতায়াতের সুবিধার্তে ট্রাভেল ব্যাগ, স্থানীয় ক্লাবের
মাঝে খেলাধূলা সামগ্রী, মসজিদে মাইক, হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ এবং দুঃস্থ পরিবারের
মাঝে নগদ অর্থ প্রদানসহ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৯ মে সোমবার সকাল ১০ টায় হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, রিজিয়ন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন প্রমূখ।
এ সময় রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে
প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে মানবিক সহায়তার পাশাপাশি ২০৩ জন হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষধ বিতরণ করেন সেনাবাহিনীর চিকিৎসক ও মেডিকেল সদস্যরা।