আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
রাঙামাটির লংগদু উপজেলায় জেএসএস (সন্তু) কর্তৃক ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্য মনি চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। কড়মী,
রোববার (১৯ মে ২০২৪) সকাল ১০টায় উপজেলার জামতলা এলাকায় খাগড়াছড়ি টু চট্রগ্রাম সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি’র মানিকড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে হত্যার ঘটনায় জড়িত জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া ইউপিডিএফে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিকতা বাতিল করে পিসিপি রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফ-এর ডাকা ২০ মে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের নেতাকর্মীর প্রতি আহ্বান ।