• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা 

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২৩৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।

প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় ও বান্দরবন অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (Meal) ফরহাদ আজিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুর রাশেদ, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাঈমুল হক ও প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো. আবুল হোসেন প্রমূখ।

কর্মশালায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ উপস্থাপন করে তা প্রতিকারে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। তাদের আলোচনা উঠে আসে বনাঞ্চল উজার, অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঁঠ পুড়ানো, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভবানের আসায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার।

এ সমস্যা নিরসনে বক্তারা বলেন, ‘পৃথিবীকে প্রতিনিয়ত দুষণ করছি আমরা নিজেরাই। সর্বস্তরের প্রতিটি মানুষকে সচেতন করতে পারলে আমাদের পরিবেশ দুষণমুক্ত ও সুরক্ষিত হবে। এর জন্যই আগে আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তাই পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে’।

এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ