• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব

মানিকছড়িতে এসএসসি দাখিল ও ভোকেশনালে পাশের হার ৮৩ শতাংশ জিপিএ-৫ একজন!

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১১৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শ ৩৩ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেবলমাত্র দাখিলে একজন জিপিএ-৫ পেয়েছে ! ১১শ ৩৩ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৭৬৩ জন। গড় পাশের হার ৮২.৯২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৭জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৬শ ৪৭ জন। এখানে গড় পাশের হার ৬৪.২৫ শতাংশ। মাধ্যমিকে জিপিএ-৫ নেই!
ফলাফল বিবেচনায় এসএসসিতে শীর্ষ স্থানে “রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে পাশের ৯২.৪৫ শতাংশ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৮৬.৭৯ শতাংশ এবং মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭২.৩২ শতাংশ। দাখিলে জিপিএ-৫ একজন। দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৮৮. ২৩ শতাংশ, মানিকছড়ি ইসলামীয়া দাখিল মাদরাসায় ৯৫ শতাংশ, জিপিএ-৫ একজন এবং গাড়ীটানা দাখিল মাদরাসায় ৭৫শতাংশ। অন্যদিকে কারগরি ভোকেশনাল দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ১০০ শতাংশ এবং এসএসসি ভোকেশনালে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ৯৩. ১০ শতাংশ পাস করেছে। এসএসসি, দাখিল ও ভোকেশনালের ১১শ ৩৩ জনে পাশ ৭শ ৬৩ জন। পাশের হার ৮২.৯২ শতাংশ।

উপজেলার মাধ্যমিক স্তরে জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবকের অনেকে অসন্তুষ্ট! মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার একমাত্র মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসায় একজন জিপিএ-৫ পেয়েছে। অন্য কোন প্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই! পড়ালেখার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি অভিভাবক সমাবেশের ওপর জোর দিতে প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ