• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা মহেশখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: সহবস্থানে থেকে কাপ্তাইয়ে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন কাপ্তাইয়ে পুলিশী অভিযানে চোলাই মদ সহ আটক ১ নওগাঁর পতিসর কাচারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা জব্দ বান্দরবান সদরে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুস ও আলীকদমে আওয়ামী লীগ সমর্থিত জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যাঁরা মানিকছড়িতে নারী ভোটারের উপস্থিতি বেশি দুপুরের পর ভোট কেন্দ্র অনেকটা ফাঁকা!

ভোট কর্মকর্তাদের নিয়ে মানিকছড়িতে প্রশিক্ষণ কর্মশালা

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১৩৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২১ টি ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে শনিবার প্রশিক্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

২৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। অতিথি ছিলেন, রিটার্নিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার এ.কে এম কামরুজ্জামান, সহাকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় ২১টি ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও ১৪৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, নির্বাচনে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও গ্রহনযোগ্য নির্বাচনে প্রশাসন অত্যান্ত কঠোর।

শতভাগ নিরপেক্ষ থেকে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপদ পরিবেশ সৃষ্টিতে প্রশাসন কঠোর অবস্থান নিবে। ফলে ভোট আদায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সহযোগিতা আবশ্যক। এতে কোন ব্যত্তয় হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ