আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
জন্মদাতা পিতা মারা গেছে মাস তিনেক আগে! পরিবারে এখনও শোকের ছায়া। ঘরে বয়োঃবৃদ্ধ মা, স্ত্রী ও এক কন্যা, এক পুত্রের সংসারে একমাত্র আয়ের উৎস মংশানু মারমা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকার দাইজ্জা পাড়া সড়কের পাশে ছোট্ট একটি মুদি দোকানের আয়েই সংসার চলে। প্রতিদিন সন্ধ্যা রাতে এলাকার নারী,পুরুষ একত্রিত হয়ে দোকানের সামনে বসে ভারতীয় টিভি সিরিয়াল দেখে। গত শনিবার রাতেও সবাই সিরিয়াল দেখছিল। হঠাৎ দোকানের বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। তখন মংশানু দোকান থেকে বের হয়ে দেখেন অদূরে মানুষের বাড়িতে বিদ্যুৎ আছে। তখনই সে লাইন চেক করে দেখেন তার দোকানে সংযোগ লাইনের তার ছিঁড়ে পড়ে আছে। এমন সময় আশপাশের বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। এই সুযোগে মংশানু মারমা ছিঁড়ে পড়া তার সংযোগে ব্যতিব্যস্ত হতে গিয়ে বিদ্যুৎ শর্টে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে! আশপাশের লোকজন এসে তাকে তুলে প্রথমে পল্লী চিকিৎসক মো. মিজানুর রহমান সরকারের দোকানে আনলে চিকিৎসক তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কিন্তু ইতোমধ্যেই মংশানু মারমার (২৭) মৃত্যু ঘটে! পরিবার, আত্মীয় স্বজনের মাঝে নেমে আসে শোকের ছায়া। মংশানু মারমা এলাকার মৃত রেদা মারমা ও ক্রইউসং মারমার পুত্র। তবে পোস্ট মর্ডেমের( ময়নাতদন্ত) ভয়ে তড়িঘড়ি করে লাশ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। এলাকার ইউপি সদস্য ম্রাসাথোয়াই মারমা বিদ্যুৎপৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন খবর পেয়ে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানোর কথা স্বীকার করেছেন।