• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ রামগড়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা খাগাড়ছড়িতে শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণ করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ২ জন  এবং  ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার কাপ্তাই বিএসপিআই এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয় লামা পৌরসভার মেয়রের পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণের মাঝে পানি বিতরণ রাজস্থলীতে “সর্বজনীন পেনশন স্কিম” সম্প্রর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যানজট মুক্ত গুইমারা বাজার স্বস্তিতে ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১০৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। ১৯ এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে স্বনির্ভর বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক নরেশ ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় নাটকীয় ব্যাংক ডাকাতি, পুলিশ-আনসার সদস্যদের অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনা ঘটে। এর পর রুমা, থানচি, আলীকদম উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে ৬০ জনের অধিক বম সম্প্রদায়ের নারী-পুরুষকে গ্রেফতার করেছে। সর্বশেষ কেএনএফের সাথে সম্পৃক্ততার অভিযোগে রাঙামাটির বিলাইছড়িতে ৮ জন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় মানুষের তীব্র প্রতিবাদে সেনাবাহিনী ৮ জনকে ছেড়ে দেয়।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামকে দেশবাসীর কাছে ভিন্নরূপে তুলে ধরতে সরকার তথা শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের শেষ নেই। পার্বত্য চট্টগ্রামে যখন সেনাশাসনের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন ওঠে তখনই কৃত্রিম সমস্যা তৈরী করে যাচ্ছে। নিরীহ জনগণকে অন্যায়ভাবে গ্রেফতার করে সন্ত্রাসী চাঁদাবাজি তকমা লাগিয়ে মিথ্যা মামলায় জেলহাজতে প্রেরণ করছে। সমাবেশ থেকে বক্তারা, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে যৌথবাহিনীর অভিযানের নামে সাধারণ বম ও ত্রিপুরা জাতিসত্তাদের গণহারে গ্রেফতার, হয়রানি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে তা বন্ধের দাবি জানান। এছাড়া গ্রেফতারকৃত সাধারণ নিরপরাধ লোকজনকে নিঃশর্ত মুক্তি ও ব্যাংক ডাকাতির ঘটনা নিরপেক্ষ তদন্তপূর্বক সিসি ফুটেজ দেখে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ