সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। বরিবার (১৭ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকড়তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, প্রবীণ শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এইদিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।