আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পাহাড়ে বাংলা নববর্ষ বরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩১ বঙ্গাব্দকে বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রহর সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাঙ্গালীয়ানার সাজসজ্জায় শিশু, কিশোর, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা রকম সাজসজ্জায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে মানিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন ধর্মঘরস্থ ত্রিমৈত্রী বটমূলে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এর পর উপজেলা শিল্পীগোষ্ঠির অংশগ্রহণে ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিকল্পনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন স্কুল, রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনিস্টিউট ও শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য, গান ও কবিতা আবৃত্তিতে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নেয়।
অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ-ই-আলম, অফিসার ইনচার্জ( থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইকবাল উদ্দিন , ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক প্রমূখ।