আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পাহাড়ে বাংলা নববর্ষ বরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ সাংগ্রাই’কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় উপজেলা মারমা সংসদের ব্যানারে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল জনসমাগম নিয়ে মারমা জনগোষ্ঠিরা সাংগ্রাই’কে স্বাগত জানিয়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ও উপজেলা মারমা উন্নয়ন সংসদের সভাপতি নিপ্রু মারমা উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে উপজেলা সদর, মানিকছড়ি বাজার, মহামুনি বাসস্ট্যান্ড হয়ে মহামুনিস্থ হেডম্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মারমা সংসদ নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় উপজেলা মারমা উন্নয়ন সংসদ, ইউনিয়ন মারমা উন্নয়ন সংসদের পাশাপাশি রাজপাড়া, ময়ুরখীল, মহামুনি, তিনটহরী নামার পাড়া, বড়বিল জাগো হে কচিকাচা যুব সংঘ, বাটনাতলী হেডম্যান পাড়া, যোগ্যাছোলা পাড়াসহ অন্তত ১০ টি মারমা পাড়ার মারমা জনগোষ্ঠীর শিশু, কিশোর-কিশোরী, যুবক,যুবতী ও পৃথক পৃথক ব্যানারে মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।