আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
মানিকছড়ি স্টুডেন্ট ফোরামের উদ্যোগে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে মানিকছড়ি স্টুডেন্ট ফোরামের সভাপতি নূরে আলম তাহমিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রানা কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক চবি’র শিক্ষার্থী মো. আতিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও কর কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, চবি’র সাবেক শিক্ষার্থী ও ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন, উপজেলা আ. লীগের দপ্তর সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, জাবি’র সাবেক শিক্ষার্থী মো. আকতার হোসেন ভুঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাবেক ইউপি চেয়ারম্যান এম. কে. আজাদ, সাংবাদিক আবদুল মান্নান প্রমূখ।
অনুষ্ঠানে শুরুতে অতিথিদের আসন গ্রহন শেষে ধর্মীয় গ্রন্থপাঠ শেষে সম্প্রতি যেসমস্ত শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুলে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর পর অতিথিদের বক্তব্য শেষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে থাকা সফল রত্নদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।