এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে দীঘিনালা উপজেলার দুইশ গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ত্রানসামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
২মার্চ (সোমবার) সকাল ১০টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের তত্বাবধানে দীঘিনালা সেনা জোনের আয়োজনে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের হাতে এ ত্রানসামগ্রী তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি)। এছাড়াও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, ক্যাপ্টেন রাকিবুল হাসান রনি ও কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
ত্রানসামগ্রীর মধ্যে চাউল, ডাল, চিনি, তেল চা পাতা, লবণ ও আটা বিতরণ করা হয়। উপকার ভোগীরা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ত্রানসামগ্রী পেয়ে খুশি হোন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।