• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

রামগড় বারৈয়ারহাট সড়কে প্রতিনিয়ত ডাকাত আতঙ্ক

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি / ২৩৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি

রামগড় বারৈয়ারহাট মুল সড়কে ডাকাত ও ছিনতাইকারীদের নিরাপদ জোন হিসাবে দিন দিন পরিচিত হয়ে উঠছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ডাকাত ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। এই সড়ক দিয়ে লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত চরম উদ্বেগ-উৎকণ্ঠায় যাতায়াত করে।

জানা গেছে, রামগড়-বারৈয়ারহাট সড়কের কয়েকটি স্পটে প্রতিনিয়ত হচ্ছে ডাকাতি। ডাকাতদের টার্গেটে পরিণত হচ্ছে ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে ব্যবসায়ীসহ যাত্রীরা ডাকাতদের হাতে খুইয়েছে লাখ লাখ টাকা ও দামি মালামাল। সড়কের করেরহাট অংশের কালাপানি ও ফটিকছড়ির বাগানবাজার এলাকার রামগড় চা বাগানের ১নং গেটে ডাকাত ও ছিনতাইকারীর ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। কালাপানি এলাকা থেকে গত এক সপ্তাহে খাগড়াছড়ির মাটিরাঙ্গার এক পরিবারের প্রাইভেটকার গতিরোধ করে ১০ ভরি স্বর্ণালংকার, ৩টি আইফোন ও নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আরও ৫-৬টি গাড়ি থেকেও ডাকাতরা সবকিছু হাতিয়ে নিয়ে যায়। রামগড়ের এক মাদ্রাসার পরিচালকের মোবাইল ফোনসহ নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারও পড়ে ডাকাতদের কবলে। প্রতিদিনই কিছু সংখ্যক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ডাকাতির শিকার হচ্ছেন। ফটিকছড়ির বাগানবাজার এলাকার রামগড় চা বাগানের ১নং গেটে এলাকায় ব্যবসায়ী আলাউদ্দিনের ডিলারশিপ সেলের গাড়ি থামিয়ে কর্মচারীদের মারধর করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার ব্যবসায়ী নুরুল আলমের ডিলারশিপ সেলের গাড়ি থেকে নগদ ২ লাখ টাকাসহ কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত লোকজন থেকে জানা যায়, সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত ডাকাতিগুলো সংঘটিত হয়েছে। ডাকাতরা ছিল সংঘবদ্ধ। এক একটি দলে ছিল ১২-১৫ জন। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, ধারালো লম্বা লম্বা ছুরি, হকিস্টিক। এ সময় সড়কে তারা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পাননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলাউদ্দিন ভুজপুর থানায় একটি অভিযোগ করলেও ব্যবসায়ী নুরুল আলমের মামলা নেননি ভুজপুর থানা পুলিশ। থানা থেকে জানানো হয় বিষয়টি তারা দেখবেন। আলোচিত ডাকাতির ঘটনায় বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এলাকার মানুষ। লোকজনের দাবি সড়কের নিরাপত্তা বাড়ানোর। বিশেষ করে রামগড় স্থলবন্দর ও ইমিগ্রেশন সেন্টার স্থাপিত হওয়ায় এই সড়কের গুরুত্ব বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ