মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পবিত্র মাহে রমজানে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি গুইমারা সেক্টর সদর দপ্তরের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দুপুরে সেক্টর সদর দপ্তরে স্থানীয় এতিম শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম আবুল এহসান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাউল, তেল, চিনি, সেমাই সহ ইফতার সামগ্রী।
এ সময় সেক্টর কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে অপরাধ দমনের পাশাপাশি অসহায় মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিজিবি হাসপাতালের অধিনায়ক লে: আবু সাইদুজ্জামান, সেক্টরের জিটু মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।