• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কাপ্তাইয়ে ৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত  বেলকুচিতে ঐতিহাসিক ফাইনাল নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্রগ্রামে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে শান্তিপূর্নভাবে চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ মানিকছড়িতে শান্তি-শৃঙ্খলা সম্প্রীতি সভা অনুষ্টিত উদ্ভুত পরিস্থিতি দেখতে খাগড়াছড়ি পরিদর্শনে সরকারের তিনজন উপদেষ্টা “আদিবাসী” শব্দ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কেন? খাগড়াছড়িতে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ ফেসবুক স্ট্যাটাস কলেজ ছাত্রের, কর্ণফুলী নদীতে মিলল মরদেহ খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি রুখতে হবে ষড়যন্ত্র- আলমগীর কবির গোয়ালন্দে অটোরিকশা সহ চোর চক্রের প্রধান আটক

দীঘিনালায় নানা আয়োজনে ৫৪তম স্বাধীনতা দিবস পালিত

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)  / ১৪৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

 

এম মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের বিদ্যালয় মাঠের প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নুরুল হক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

একই সময় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ সময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রাশেদ পারভেজ ছায়িম।

এর আগে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ও থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. নুরুল হক।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ