২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সদর দপ্তর হিসেবে পরিচিত খাগড়াছড়ির রামগড়ে “ঐতিহাসিক রামগড় ” বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন ও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। রামগড় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,রামগড় থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১শ ১৭ জন মুকিযোদ্ধা ও তাদের পরিবারকে নগদ অর্থ,ফুল -ফল দিয়ে বিশেষ এ দিনে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য যে, দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সম্পাদনায় প্রকাশিত এ বিশেষ প্রকাশনায় মুক্তিযুদ্ধে রামগড়,মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ যুদ্ধের স্মৃতিচারনসহ গুরুত্বপুর্ন ছবি স্থান পেয়েছে।