সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো ও কুচকাওয়াজ প্রদক্ষিনে আনুষ্ঠানিক সালাম গ্রহনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। পরে সকাল ৮টায় স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আনুষ্ঠানিক সালাম গ্রহনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ও.সি তদন্ত মো. আজগর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাঈমুল হক, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান।
আনুষ্ঠানিক সালাম গ্রহন শেষে অনুষ্ঠিত হয় ডিসপ্লে প্রর্দশন, ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।