• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

পাঁচ বছরেও শেষ হয়নি একাডেমিক ভবনের কাজ; ব্যহত পাঠদান

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)  / ৬২৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণাধীন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ। আর কত বছর সময় লাগবে ভবনের নির্মান কাজ শেষ করতে তা জানা নেই কারো।

ঠিকাদারি প্রতিষ্ঠান “ইউটি মং কন্সটাকশন” দীর্ঘদিন ধরে ভবনের কাজ শেষ না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান।

এ ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার নানাভাবে যোগাযোগ ও অবগত করলেও কোনো সুফল মেলেনি। ফলে নতুন বছর শুরুর সঙ্গে শিক্ষার্থীর চাপ বেড়ে যাওয়ায় আরও বেশি ভোগান্তির আশঙ্কা করছে তারা। বিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে এ বছর সবমিলিয়ে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।

জানাযায়, ২০১৯-২০ অর্থ বছরের এ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান “ইউটি মং কন্সটাকশন” পায়। ২ বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও গাফিলতির কারণে দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিত বরণ বড়ুয়া জানায়, প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে আসন সংকটে পাঠদান দিতে হিমশিম খাচ্ছি আমরা। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করলেও আজ হবে, কাল হবে বলে এখনো কোনো সুফল পাইনি আমরা।

এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল প্রেসলি চাকমা জানায়, বৈশ্বিক মন্দা সহ বিভিন্ন কারণে কাজটি পিছিয়ে গেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে দ্রুত চেষ্টা করছি কাজটি সম্পূর্ণ করার জন্য।

বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিক বার কল করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ