আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনাবাহিনীর উদ্যোগে পশ্চাৎপদ জনপদে শতাধিক অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৯ থেকে বিকেলে ২ টা নাগাদ সিন্দুকছড়ি জোনের অধীনস্ত গরাইছড়ি ক্যাম্পের অদূরে দেবলছড়ি বাজারপাড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল টিম।
চিকিৎসক ক্যাপ্টেন আতিকুর রহমানের নেতৃত্বে ওই পশ্চাৎপদ এলাকার ১০০ অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষধপত্র বিতরণ করা হয়।