• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার মহেশখালীতে উদোক্তা হিসেবে সম্মাননা পেলেন মানবিক ফয়সাল আমিন পদ্মার জেলেরা ভরা মৌসুমেও পাচ্ছে না  ইলিশ  ফিরছেন খালি হাতে মানিকছড়ি ডিসিপার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার গুইমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যেগে পথসভা অনুষ্ঠিত

দুস্থ অসহায়দের নগদ অর্থ বিতরণ ও নতুন ঘর হস্তান্তর করেন ২৩ বিজিবি

এম. লোকমান / ২২৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

এম লোকমান:

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) কর্তৃক দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।

১১ মার্চ সোমবার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় গরীব ও অসহায় মোঃ সুরুজ আলী, পিতা-মৃত আছর আলী, গ্রাম-আদর্শগ্রাম, ডাকঘর-তবলছড়ি, উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়িকে ০১টি নতুন বসত ঘর হস্তান্তর করেন। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকার চামেলিকা ত্রিপুরাকে ঘর নির্মাণে ০২ বান টিন, নাজমুল হোসেনকে ০৩ বান টিন, তৈলাফাং মুসলিমপাড়া এলাকায় মক্তব নির্মাণের জন্য ০৩ বান টিন, ডাকবাংলা ক্রিকেট একাদশের জন্য খেলার পোশাকসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করেন। পোড়াবাড়ী এলাকায় ভলিবল খেলার সামগ্রী বিতরণসহ ০৬ জন দুস্থ ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করেন। জোন কমান্ডার তবলছড়ি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ০১ টি অযুখানা ও ডাকবাংলা জামে মসজিদে মাইক রাখার মিনার নির্মাণ এবং পোড়াবাড়ী এলাকায় ০১ টি মন্দির সংস্কার, হিন্দুদের মহা নামযজ্ঞ ও তাফসীরুল কুরআন মাহফিলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা, গ্রীনহিল কলেজের একজন ছাত্রীকে ০১ সেট পাঠ্য বই বিতরণসহ ফাযিল ১ম ও ২য় বর্ষের দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে পরিবহন ব্যয় বাবদ নগদ ৫,০০০/- টাকা এবং ট্রলি দূঘর্টনায় নিহত জাহাঙ্গীর আলম এর পরিবারকে নগদ ১০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও, আওতাধীন ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাউল বিতরণ করেন। মোট ২,৪৫,৫৩৫/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৭৭০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ