নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দীঘিনালা থানা পুলিশ পরিবারের আয়োজনে এবং কাশেম এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনায় সমৃদ্ধ দীঘিনালা ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (রবিবার) রাত আনুমানিক ১০টায় দীঘিনালা থানার ব্যাডমিন্টন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মেরুং বনাম দীঘিনালা লারমা স্কয়ার। ২-১ ব্যাবধানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেরুং, এবং রানার্স আপ হয় দীঘিনালা লারমা স্কয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনুর রশীদ প্রমূখ।
এ সময় সমৃদ্ধি ও সম্প্রীতিকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এতো সুন্দর একটি টুনামেন্ট আয়োজন করার জন্য আমন্ত্রিত অতিথিগণ দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হক সহ থানা পুলিশ পরিবারকে ধন্যবাদ জানান। এবং এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এমন টুনামেন্টের আয়োজন করার আহ্বান করেন তারা।