মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মিস, মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আজিজুর রহমান আঞ্জুম, রামগড় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.ইফতেখার উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার সোহেল রানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়ে বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করে দেখান রামগড় ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারগন।