• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পানছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন আটক গুইমারায় আওয়ামী লীগ নেতা আটক গুইমারায় একজনকে অপহরণ, থানায় অভিযোগ খাগড়াছড়িতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্তে অনুষ্ঠিত জরুরী সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বয়কট অপারেশন ডেভিল হান্ট অভিযানে রামগড়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ পটিয়ায় রংধনু ফাউন্ডেশন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, নারীসহ পরিবারের সদস্যদের মারধর কাপ্তাইয়ে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ ফের চকরিয়ার ফাঁসিয়া খালীতে হাতির রহস্যময় মৃত্যু  রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ দৌলতদিয়া পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে বাধ অপসারণ

গুইমারা থানায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারীর শুভ উদ্বোধন

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি : / ১৪৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

 

মোঃ সালাউদ্দিন:- ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে গুইমারা থানায় “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারীর” শুভ উদ্বোধন করা হয়েছে।

গুইমারা থানায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল আমিন, পরে এসআই (নিঃ) মোঃ সারোয়ার হোসেনের তথ্য ভিত্তিক সহযোগীতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করেন আরিফুল আমিন। ৭ই মার্চ সন্ধ্যায় গুইমারা থানায় “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারীর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।৩৭টি আলোক চিত্রের মাধ্যমে এই গ্যালারিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার বিষয়টি নতুন প্রজন্মের নিকট তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এছাড়া ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা, মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী মানুষের অবদান, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং বিভিন্ন দেশ ও রাষ্ট্র প্রধানদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ফুটিয়ে তুলা হয়েছে।

“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারীর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

এতে আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মার্মা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম সহ সাংবাদিক বৃন্দ উদ্বোধন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার বিষয়টি নতুন প্রজন্মের নিকট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস যেনো মুছে না যায় এবং নতুন প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই গ্যালারী স্কুল, কলেজ, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে।

খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এধরনের জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ