আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, আ.লীগ নেতা মো. মহি উদ্দীন মুকুল, মো. জাহেদুল আলম মাসুদ, মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমূখ।
ছাত্র সমাবেশে বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনে দেশের স্বাধীনতার ইংগিত ছিল বলেই দেশের আম, জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েন। ফলে লাল,সবুজের পতাকা অর্জনে আমরা সফল হয়েছি। দেশের এই স্বাধীনতা পাকিস্তানী দোসরেরা আজও মেনে নিতে কষ্ট হয় বিধায় আ.লীগের সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিরোধিতা করে। এদের দেশ বিরোধী কর্মকান্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজকের ছাত্র সমাজকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।