আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির গুইমারা রিজিওনের সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী জন নিরাপত্তার পাশাপাশি জনপদে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তার অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চে দিবসে মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় হত-দরিদ্র ও অসহায় পাহাড়ি, বাঙ্গালি নারী,পুরুষে মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেই অনুষ্ঠিত হয়। এ সময় সিন্দুকছড়ি জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন আতিকুর রহমান ১৯০ জন পাহাড়ি, বাঙ্গালি নারী,পুরুষকে ফ্রি চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত ওষুধপত্রও দিয়েছেন। এ সময় বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সিফাতুল হক সিফাত উপস্থিত ছিলেন।