‘করবো বীমা গড়াবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ ) সকালের দিকে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
আমাদের দেশে এক শ্রেণির প্রতারক চক্রের কারণে বীমার উপর সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বীমা করে মানুষ প্রতারিত হয়েছে। দেশের এ প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে বীমার প্রতি ভ্রান্ত ধারণা পরিহার করতে পারলে উন্নত বিশ্বের বীমার সুফল পাওয়া যাবে।
এসময় উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তারা ও বীমা গ্রহীতারা উপস্থিত ছিলেন।