• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করলো বান্দরবান সেনা জোন আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন গোয়ালন্দে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে লামায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী দেশ সংস্কারে নির্বাচন দিয়ে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাঘাইছড়িতে শান্তি সম্প্রীতির লক্ষে স্থানীয় সুশীল সমাজের মত বিনিময় সভা চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলা, হিন্দু মুসলিম আহত ১০  নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নারী ভক্তদের সিঁদুর খেলা অনুষ্ঠিত বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে দেবীকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা  উন্নয়ন কর্মকান্ড ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী বিএনপি   রাজস্থলীতে ৪ টি পূজা মন্ডবে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ দুই জন আটক

বেলকুচিতে কালো পতাকা মিছিলে অংশ গ্রহনকারী বিএনপি নেতা এরশাদ গ্রেফতার

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ১৮২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য হয়নি, সুষ্ঠ নির্বাচনের আহবান জানিয়ে পূণরায় নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে কালোপতাকা মিছিল করেন বিএনপি নেতা কর্মীরা।
৩০শে জানুয়ারি সেই কালোপতাকা মিছিলে অংশ গ্রহণ করেন বেলকুচির সাবেক পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম। আর ঐদিন রাতেই এরশাদুলকে মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড জেনিন কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করেন বেলকুচি থানা পুলিশ।
গ্রেফতারকৃত এরশাদুল ইসলাম পৌর এলাকার মুকন্দগাতী পশ্চিম পাড়া গ্রামের মৃত আছান সেখ এর ছেলে।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী ভূইয়া বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী ৩০শে জানুয়ারি মঙ্গলবার বেলকুচিতে শান্তি সুষ্ঠুভাবে কালো পতাকা মিছিলে অংশ নেয় এরশাদুল ইসলাম এরশাদ। ঐদিন রাতেই মুকন্দগাতী থেকে গ্রেফতার করে বিস্ফোরণ মামলায় চালান দিয়েছে এরশাদকে। তাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান এর নিকট গ্রেফতার এর বিষয় জানতে চাইলে তিনি জানান, নির্বাচনের পূর্বে নবেম্বর মাসে সুবর্নসাড়া এলাকায় রাস্তায় গাছের গুল ফেলিয়ে রাস্তা অবরোধ করে সেই সাথে টায়ারে আগুন জ্বালিয়ে বিস্ফোরণ এর ঘটনায় থানায় মামলা হয়েছে, আর সেই মামলায় তদন্তের আসামি এরশাদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে মামলা রজু করে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ