সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা এই দুইটি ইউনিয়নের টিবিবি’র কার্ডধারী ৬ হাজার ৪৩৬ জন উপকার ভোগীর মাঝে সরকারী ভূর্তুকি মূল্যে টিসিবির মালামাল বিক্রয় কেন্দ্র গুলোকে মনিটরিং করেছেন গোয়ালন্দ উপজেলার প্রশাসন।
রবিবার ২৮শে জানুয়ারি সকালে স্ব শরীরে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র ।
বিক্রিত আইটেমের মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি তেল যার সরকারী ভুর্তকি মূল্য ৪৭০ টাকা। ডিলারগণ যাতে উপকার ভোগীদের ওজনে কম দেওয়া এবং কার্ডধারী ব্যক্তির বাহিরে কাউকে এই সুবিধা দিতে না পারে সেইজন্যেই গোয়ালন্দ উপজেলার প্রশাসন পক্ষ থেকে কড়া নজরদারী করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মাঝে মাঝেই শুনা যায় ডিলার’রা উপকারভোগীদের সুবিধা না দিয়ে,ব্যক্তি সার্থ হাসিল করার চড়া মুল্য বাহিরে বিক্রি করে। সেই অপচেষ্টা রোধ করার জন্য গোয়ালন্দ উপজেলার প্রশাসনের এই চেষ্টা।