মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি”এ প্রতিপাদ্য কে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে দুই দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু। রবিবার ২১ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ভাস্কার্যের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস,মমতা আফরিন এর সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা রামগড়ে বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিজেদের কে তৈরি করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় ফায়ার সার্ভিস কর্মকর্তা ইখতেয়ার উদ্দীন সহ, কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।
মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহন করেছে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।