খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থী ও
দু:স্থ, গরিব ও অসহায়দের মাঝে স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র, সেলাই মেশিন এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চচক্রবর্তী। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (২১জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় ২টি বিদ্যালয়ে স্কুল ব্যাগ, ত্রুীড়া সামগ্রী, ক্রিকেট ব্যাট-বল, ফুটবল, হারমোনিয়াম-তবলা, বেকার যুবতীদের মাঝে সেলাই মেশিন ও শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,র সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ পারভেজ ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল ছাড়াও ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।