মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম পর্যটন স্পট দেবতা কুম দীর্ঘ ১৫ মাসের পর খুলে দেয়া হলো। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২৪) বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে সূত্রে জানানো হয় গত ১৪ জুলাই ২০২৩ মূলে জারীকৃত গণবিজ্ঞজ্ঞপ্তির ধারাবাহিকতায় সদর দফতর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতা কুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি ২০২৪ তারিখ হতে এতদ্বারা প্রত্যাহার করা হলো। এতে পর্যটকগণকে দুর্গম এলাকায় গমনের পূর্বে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করা বলা হয়েছে।