• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

মাটিরাঙায় এতিম শিশুদের গায়ে উষ্ণতা ছড়ালেন ইউএনও ডেজী চক্রবর্তী

স্টাফ রিপোর্টার / ১৫৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

 

কনকনে শীতে পাহাড়ের সাধারন মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। প্রচন্ড শীতে সব চেয়ে বেশী কষ্টে আছে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরা। কনকনে শীতে মাদ্রাসা শিক্ষার্থীরা যখন দিশেহারা তখন তাদের জন্য কম্বল নিয়ে হাজার হলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে কনকনে শীত উপেক্ষা করে এতিমখানায় ঘুরে ঘুরে এতিম শিক্ষার্থীদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ তার সাথে ছিলেন।

বিভিন্ন এতিমখানায় কম্বল বিতরনের অংশ হিসেবে নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া মাদ্রাসা ও হেফজখানা, বাইল্যাছড়ি নুরানী মাদ্রাসা, পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও হেফজখানায় কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

কনকনে শীতের মধ্যে হঠাৎ ইউএনও’র
হাতে শীতবস্ত্র দেখে এতিম শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলেম-ওলামারা।

নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী আসাদ উল্লাহ বলেন, আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি তখনই ইউএনও স্যার আমাদের মোটা কম্বল দিলেন। আমরা অনেক খুশি হয়েছি। এখন রাতে ঠাণ্ডায় বেশি কষ্ট হবে না।

নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া মাদ্রাসা ও হেফজখানার মুফতি জুলফিকার বলেন, তাদের সবসময় অজু করে থাকতে হয়। শীতে তাদের কষ্টটা বেশি হয়। আজকে কম্বল পেয়ে তারা সকলে খুশি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, শীতের সময় মানুষদের বরাবর বেশ কষ্ট হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। আর কনকনে শীতে মাদ্রাসা শিক্ষার্থীদের বেশি কষ্ট হয়। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর শীতের উপহার হিসেবে কম্বলগুলো তাদের হাতে তুলে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ