• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি  সেনাবাহিনী কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা প্রদান পার্বত্য উপদেষ্টার অপসারনসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে পবিত্র আশুরায় হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল রামগড়ে চোলাইমদ সহ পলাতক আসামী গ্রেফতার

শীতকালীন ফসলে কুয়াশার ছোবল শংকিত মানিকছড়ির চাষি!

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ২৪৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

শুক্রবার সূর্যের দেখা না মেলায় কনকনে শীত ও ঘন কুয়াশায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনেকটা স্থবির থাকলেও গতকাল কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই নিন্ম আয়ের মানুষ খেত-খামার ও বিলে কর্মযজ্ঞে নেমেছে।

বোরো ও রবি শস্যে কুয়াশার ছোবলে শংকিত কৃষক।
কৃষিনির্ভর জনপদ মানিকছড়ি উপজেলায় বোরো ও রবি শস্যের মৌসুমে শীতের আগমনী বার্তায় কনকনে শীতের মাঝে ঘন কুয়াশায় হওয়ায় বোরো ও রবি চাষিরা বীজতলার চারা ও রবি ফসল নিয়ে কিছুটা চিন্তিত! অনেক বীজতলায় চারার বয়স কম হওয়ায় পুরোদমে বোরো চাষ শুরু হয়নি। এরই মধ্যে ঘন কুয়াশা নামায় বীজতলার চারা শংকিত কৃষক। অন্যদিকে রবি ফসল মুলা, টমেটো, বেগুন, গাজর, ফুল ও পাতা কপি চাষিরা ঘন কুয়াশায় ছোবল নিয়ে কিছুটা চিন্তিত। বড়বিলের সফল চাষি আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, সেচ সুবিধায় এবার ১২০ শতক জমিতে রবি শস্যের বাম্পার ফলন পেয়েছি।

সবজির বাজারও ভালো, কুয়াশার ক্ষতি কাটিয়ে উঠতে পারলে লাভবান হব। একই এলাকার উদীয়মান সংবাদকর্মী চিংওয়ামং মারমা মিন্টু জানান, এন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) সহযোগিতা নিরাপদ উপায় ৪০ শতক জমিতে রেড ক্যাবেজ,বারি বেগুন১২,বিদেশী জাতের স্কোয়াশ শসা চাষ করেছি। বর্তমানে বাজারে আসা শাকসবজিতে প্রচুর পরিমান রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয়! নিরাপদ খাদ্যের চিন্তা করতে হলে, নিরাপদ উপায়ে চাষাবাদ করতে হবে, আমি সবজি বাগানে জৈব সার, পঁচা গোবর,বেশি পরিমানে প্রয়োগ, বালাই নাশক বলতে কীটনাশক হিসাবে ফেরোমন সেক্স,হলুদ ফাদ ব্যবহারের ফলে তেমন কীটনাশক ব্যবহার করতে হয়নি।

বর্তমান যুগে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করতে হলে শিক্ষিতরাই কৃষিতে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশে অনেক কৃষক জানেন না কীটনাশক ব্যবহারের মাত্রা, দোকানিদের পরামর্শে অথবা নিজের মতো করে ব্যবহার করছে এবং কীটনাশক ব্যবহারের কতদিন পর ফসল খেতে পারবে অনেকে তাও জানে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, টানা কুয়াশা না হলে রবি শস্য ও বোরো বীজতলার কোন ক্ষতি হবে না। আশা করি কুয়াশা কেটে যাবে। শংকিত হওয়ার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ