মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।
১০ জানুয়ারি সকালে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ নয় মাস কারাভোগের পর, পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন।
বাংলার জননন্দিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে তার ঐতিহাসিক ধ্রুপদি বক্তৃতায় বলেন এই দেশের মাটিকে যে আমি এত ভালবাসি, যে মানুষকে আমি এত ভালবাসি, যে জাতিকে আমি এত ভালবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি আসতে পারব কি না। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইয়েদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, সুইমং মারমা, আওয়ামী লীগ নেতা মোঃ রুশতম আলী তালুকদার, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল করিম শুভ, সাধারণ সম্পাদক সাচিং মারমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ সোম সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।