দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেছে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহর নেতৃত্বে অযোধ্যা বাজারে গনসংযোগ করে নেতাকর্মীরা।
বেলছড়ির অযোধ্যা বাজার ও আশেপাশের বাসা ববাড়িতে গনসংযোগ শেষে অযোধ্যা বাজারে নির্বাচনী পথসভায় নৌকার জন্য ভোট প্রার্থনা করেন বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ।
এসময় বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি সদস্য মো. রুহুল আমিন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. টাপু সুলতান, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জজানুয়ারীর নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়ে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, নৌকা প্রতীক উন্নয়ন ও শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির উন্নয়নে কুজেন্দ্র লাল ত্রিপুরার উপর যে আস্থা রেখেছেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সে আস্থার মর্যাদা রক্ষারও আহবান জানান তিনি।