দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভা করেছে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহর নেতৃত্বে অযোধ্যা বাজারে গনসংযোগ করে নেতাকর্মীরা।
বেলছড়ির অযোধ্যা বাজার ও আশেপাশের বাসা ববাড়িতে গনসংযোগ শেষে অযোধ্যা বাজারে নির্বাচনী পথসভায় নৌকার জন্য ভোট প্রার্থনা করেন বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ।
এসময় বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি সদস্য মো. রুহুল আমিন, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. টাপু সুলতান, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জজানুয়ারীর নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়ে বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বলেন, নৌকা প্রতীক উন্নয়ন ও শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির উন্নয়নে কুজেন্দ্র লাল ত্রিপুরার উপর যে আস্থা রেখেছেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সে আস্থার মর্যাদা রক্ষারও আহবান জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত