• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ“ চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলার ঘটনা পরিদর্শন বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মায়ের ইচ্ছেপূরণে চিকিৎসক হতে চান মানিকছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হাসপ্রিয়া আক্তার হাসনা আগস্ট বিপ্লব: প্রবাসীদের প্রত্যাশা বিষয়ক সেমিনার বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান জিপিএ ৫ পেয়েছে ৫০ জনই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোল্লাহাটে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক টাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রবারণা বাজার রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের বৃক্ষ রোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড

মহালছড়িতে আতাইবু’র ঘর ভেঙ্গে মাটিতে ঘূর্ণিঝড়ে, প্রধানমন্ত্রীর ঘর পেতে চান

রিপন ওঝা, মহালছড়ি / ২৬২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

রিপন ওঝা,মহালছড়ি

ভারসাম্যহীন আতাইবু মারমা(৫৫)র একমাত্র আশ্রয় কুঁড়েঘর আজ ১৭নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির প্রকোপে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান মংশিহ্লা মারমা জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ঘর পেতে চান।

ভারসাম্যহীন আজেলার মহালছড়ি সদর ইউনিয়নের যৌথখামার এলাকার বাসিন্দা। ভারসাম্যহীন মহিলার কুড়েঁঘরটি ছিলো গ্রামঃ যৌথ খামার,(১নং থলিপাড়া যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে), পোষ্ট+থানাঃ মহালছড়ি, খাগড়াছড়ি। ছোট ছেলে মংশিহ্লা মারমা বলেন আমার মা আতাইবু মারমা একজন ভারসাম্যহীন, অসহায় গরীব, নতুন করে ঘর তোলার মত সামর্থ্য তার নাই।

বড় সন্তান উহ্লামং মারমা(২২) মোটরসাইকেল গ্যারেজে কাজ করে মায়ের সাথে থাকেন। ছোট সন্তান মংশিহ্লা মারমা(১৮) প্রাথমিক বিদ্যালয় হতে অন্যের বাড়িতে কাজের ছেলে হিসেবে থেকে নিজের থাকা-খাওয়া সহ পড়াশোনার খরচ যোগাড় করে চলছে। আমি এলাকাবাসী হিসেবে অনুরোধ করছি অসহায় পরিবারের পক্ষে সরকার হতে একটি ঘর প্রয়োজন,ঘরটি পেলে ভারসাম্যহীন মা ও ২ সন্তান খুবই খুশি হব।

এলাকাবাসী আবেশে মারমা বলেন আতাইবু মারমা(৫৫) একজন ভারসাম্যহীন মহিলা, গত ২/৩ মাস ধরে অসুস্থতার কারণে ভারসাম্য হারিয়েছেন। গতকাল রাতে ঘূর্ণিঝড়ের কারণে থাকার ঘরটি ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। ৩জনের পরিবার মধ্যে কারোর সাধ্য নাই যে কুঁড়েঘরটি নতুন করে তোলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ