রিপন ওঝা,মহালছড়ি
ভারসাম্যহীন আতাইবু মারমা(৫৫)র একমাত্র আশ্রয় কুঁড়েঘর আজ ১৭নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির প্রকোপে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান মংশিহ্লা মারমা জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ঘর পেতে চান।
ভারসাম্যহীন আজেলার মহালছড়ি সদর ইউনিয়নের যৌথখামার এলাকার বাসিন্দা। ভারসাম্যহীন মহিলার কুড়েঁঘরটি ছিলো গ্রামঃ যৌথ খামার,(১নং থলিপাড়া যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে), পোষ্ট+থানাঃ মহালছড়ি, খাগড়াছড়ি। ছোট ছেলে মংশিহ্লা মারমা বলেন আমার মা আতাইবু মারমা একজন ভারসাম্যহীন, অসহায় গরীব, নতুন করে ঘর তোলার মত সামর্থ্য তার নাই।
বড় সন্তান উহ্লামং মারমা(২২) মোটরসাইকেল গ্যারেজে কাজ করে মায়ের সাথে থাকেন। ছোট সন্তান মংশিহ্লা মারমা(১৮) প্রাথমিক বিদ্যালয় হতে অন্যের বাড়িতে কাজের ছেলে হিসেবে থেকে নিজের থাকা-খাওয়া সহ পড়াশোনার খরচ যোগাড় করে চলছে। আমি এলাকাবাসী হিসেবে অনুরোধ করছি অসহায় পরিবারের পক্ষে সরকার হতে একটি ঘর প্রয়োজন,ঘরটি পেলে ভারসাম্যহীন মা ও ২ সন্তান খুবই খুশি হব।
এলাকাবাসী আবেশে মারমা বলেন আতাইবু মারমা(৫৫) একজন ভারসাম্যহীন মহিলা, গত ২/৩ মাস ধরে অসুস্থতার কারণে ভারসাম্য হারিয়েছেন। গতকাল রাতে ঘূর্ণিঝড়ের কারণে থাকার ঘরটি ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। ৩জনের পরিবার মধ্যে কারোর সাধ্য নাই যে কুঁড়েঘরটি নতুন করে তোলার।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত