• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সহ বিভিন্ন অভিযোগ শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নৈরাজ্য, সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত  বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা

তফসিল ঘোষণায় মাটিরাঙ্গায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার: / ১৭৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পররপরই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

নৌকা প্রতীক নিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিলে নির্বাচনী প্রচারনার আমেজ লক্ষ্য করা গেছে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে।

আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে মাটিররাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

দেশর মানুষ নির্বাচনমুখী। তফসিল পরবর্তী যে কোন নাশকতা প্রতিহত করতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।

তফসিল ঘোষণার মধ্যে দিয়ে প্রথম বিজয় হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানে বলেন, এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। আগামী ৭ জানুয়ারি খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতার আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, সাধারন সসম্পাদক মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছোবহান ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ