আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পররপরই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
নৌকা প্রতীক নিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিলে নির্বাচনী প্রচারনার আমেজ লক্ষ্য করা গেছে। আনন্দ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে।
আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে মাটিররাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।
দেশর মানুষ নির্বাচনমুখী। তফসিল পরবর্তী যে কোন নাশকতা প্রতিহত করতে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।
তফসিল ঘোষণার মধ্যে দিয়ে প্রথম বিজয় হয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানে বলেন, এখন চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। আগামী ৭ জানুয়ারি খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতার আনতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, সাধারন সসম্পাদক মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছোবহান ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত