• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

মাটিরাঙ্গায় দশ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ; তিন চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩১৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দশ লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মো. আব্দুর রহিম, মো. ইমাম হোসেন ও মমো. বেলাল হোসেন নামে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙার শান্তি কাউন্টারের সামনে থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধি পাড়া) এলাকার বাসিন্দা কবির আহাম্মদেরর ছেলে মো. আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশীদের ছেলে মো. ইমাম হোসেন (২৭) ও মো. বেলাল হোসেন (২৯)।

জানা গেছে, একদল চোরাকারবারী ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে সুকৌশলে চোরাইপথে নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য শান্তি কাউন্টারের সামনে অবস্থান করছে এমন গোপপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে।

এসময পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবীরা পালানোর চেষ্ঠা করলে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ভিবো, রেডমি, অপ্পো ও রিয়েলমীসহ বিভিন্ন ব্রান্ডের ৬০টি ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোনের আনুমানিক বাজার মুল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা বলেও জানান তিনি।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোন পন্য প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যেকোন মুল্যে চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ