• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উন্মেচিত হলো মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাবের জার্সি মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাবের জার্সি উন্মেচন অনুষ্ঠিত রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ

মানিকছড়িতে সোয়া দুই লাখ টাকার বিদেশী সিগারেট উদ্ধার

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)  / ২৪৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সীমান্তবর্তী গরমছড়ি এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে আনুমানিক ২লাখ ২৫ হাজার টাকার ভারতীয় সিগারেট উদ্ধার করেছে মানিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিসহ ১৫০ কার্টুন সিগারেট ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন সঙ্গীয় পুলিশ কর্মকর্তা এবং ফোর্সসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়কের গরমছড়ি( স্বাগতম সাইনবোর্ড) এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেলের গতিরোধে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যেতে চাইলে পুলিশ দুই আরোহীসহ মোটরসাইকেল থামায়। এ সময় মোটরসাইকেলে বস্তাভর্তি ১৫০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২লাখ ২৫ হাজার টাকা।
এ সময় কালো রংয়ের বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ সাইফুল ইসলাম (২২) এবং মো. ফজর আলী (৩০)কে
আটক করা হয়। আটক সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হাফেজ আহমেদের পুত্র এবং মো. ফজর আলী খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার আবদুর রহিমের পুত্র।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা বিদেশী সিগারেট সীমান্তবর্তী এলাকা দিয়ে আদায়যোগ্য শুল্ক কর ফাঁকি দিয়ে শহরে পালিয়ে যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে অভিযান পরিচালনা করে কালো রংয়ের বাজাজ প্লাটিনা মোটরসাইকেল ও সাইফুল ইসলাম (২২) এবং মো. ফজর আলী (৩০)কে ১৫০ কাটুন বিদেশী সিগারেট জব্দসহ তাদের আটক করতে সক্ষম হয়েছে।

জব্দ সিগারেটের আনুমানিক বাজারমুল্য ২লাখ ২৫ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ