আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্ম উৎসব হলো দুর্গাপূজা উৎসব, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর এলাকায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দুর্গাপূজা উৎসব।
সোমবার বিকেলে ২৩ শে অক্টোবর বেলকুচি উপজেলা পৌর এলাকা জুড়ে পূজা মণ্ডপ সহ পল্লীর পাড়াগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর মেয়র, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশি সাজ্জাদুল হক রেজা।
এ সময় প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতাও করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন । পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পূজা মন্ডপ কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্ম কর্তাদের নিকট পূজা উদযাপন উপলক্ষে জানতে চাইলে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর সর্বচ্চ আনন্দ উৎসবের মধ্যদিয়ে পালিত হচ্ছে এই দুর্গা পূজা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা পেয়েছি পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা পেয়েছি। সর্বপরি কথা হলো মহা দুমদামের মধ্যে দিয়েই এই আনন্দ উৎসব পালিত হচ্ছে।
পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পৌর সভার প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর কাউন্সিলর মোঃ ফজল, কাউন্সিলর সপ্না পারভীন, শাপলা খাতুন, উশা খাতুন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।