খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে পুলিশ। অবৈধ সিগারেট পরিবহনের ব্যবহৃত অটোরিকশাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলো, পানছড়ির লোগাং ইউনিয়নের মধুরঞ্জন কার্বারী পাড়ার বাসিন্দা সুলেন্দ্র চাকমার ছেলে রাজীব চাকমা (৩৭) ও দীঘিনালার মেরুং ইউনিয়নের কাঁলাচান মহাজনপাড়ার বাসিন্দা কালাময় চাকমার ছেলে টিংকু চাকমা (৩০)।
বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম গোপন তথ্যের ভিত্তিতে পানছড়ির কিনাচাঁনপাড়ার মগমারাছড়া ব্রীজের দক্ষিণ পাশের সড়কে অভিযান পরিচালনা করে। এসময় মাহিন্দ্র যোগে ভারতীয় সিগারেট পাচারকালে ১৪৮০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করে। এসময় অবৈধ সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত মাহিন্দ্র জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭৭ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ সিগারেট আনার অপরাধে দুই চোরাকারবীকে অটোরিকশাসহ আটক করা হয়েছে। মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।