আনিসুর রহমান,রাজারহাট কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলেরপার বাজারের দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল এক শিশুর। রাজারহাট উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় প্রাণ গেল হাওয়ানুর (৭) নামের এক কন্যা শিশুর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের রাজারহাট-উলিপুর সড়কের মিলের পাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত শিশুটি তার দাদুর সঙ্গে বাড়ির পাশের মিলের পাড় বাজারে যায়। বাজারে দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পাড় হতে গিয়ে রাজারহাটগামী একটি অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়। পরেও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি আটক আছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।