• শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক নানিয়ারচরে বিআরডিবির দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ (চাউল) বিতরণ মহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবা মানিকছড়িতে নিন্মাঞ্চল প্লাবিত পাহাড়ের পাদদেশে থাকা পরিবারকে সরে যাওয়ার নির্দেশ লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ): / ৪৩৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরিবর্তনশীল শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে-

শুক্রবার (৮ সেপ্টেম্বর)  সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে  র‌্যালি বের হয়ে প্রদর্শন করার পরে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা ) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসেন আজাদ।

শিক্ষকদের মধ্যে হতে বক্তব্য রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপানুষ্ঠানিকের শিক্ষক- শিক্ষার্থীগন, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ সংস্থা (ইউনেস্কো) ৮ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।  ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীতা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এদিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ