মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইনে অবস্থান নিয়েছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার পর থেকে চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান নেয় রেলের স্থায়ী শ্রমিকেরা। তারা নানা ধরণের স্লোগান দিচ্ছে।
শ্রমিকেরা বলছেন, তাঁরা ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। তাঁদের এখনও স্থায়ী করা হয়নি। অনেক সময় তাঁদের স্থায়ী করার কথা বলা হলেও তা কার্যকর হয়নি। তাঁরা বলছেন, এবার দাবি আদায় না হাওয়া পর্যন্ত তাঁরা রেললাইন ছাড়বেন না।
এদিকে রেললাইনে অবস্থান নেওয়ার কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।
কারওয়ান বাজারে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধকারওয়ান বাজারে রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ থেকে সরে আসেন তাঁরা।